রুমন ইসলামঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে আসিফ (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ধুবাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড কালিকাপুর গ্রামে আজ সকালের দিকে এই ঘটনা ঘটে। বজ্রপাতে ১৯ বছর বয়সী আসিফ ঘটনাস্থলে নিহত হন। সে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের পরিবার জানান, সকালের দিকে বৃষ্টি শুরু হলে বৃষ্টির ভিতরে গরুর জন্য ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাত হলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে মিরপুুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা।