কুষ্টিয়ায় নাশকতার চেষ্টাকালে বিএনপির ৫ নেতাকর্মী আটক
কুষ্টিয়ায় নাশকতার চেষ্টাকালে ও দেশের সামাজিক ব্যাবস্থা অবক্ষয়ের চেষ্টাকালের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ৫ জন নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছে।
রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় লাহিনী বটতলা এলাকা থেকে তাদের আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার মৃত হাজী আফজাল মল্লিকের ছেলে
আলী আফছার মল্লিক ওরফে পিন্টু (৪৭), কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর শালদহ চেয়ারম্যানপাড়া এলাকার শহিদুর রহমান সরকারের ছেলে আহামিদুর রহমান সরকার রাব্বি (৩৫),ত্রিমোহনী এলাকার দাউদ হোসেনের ছেলে
তাজউদ্দিন আহম্মেদ (৩২),কুমারখালী নন্দনালপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে এস আবেদ (৪৪),কুমারখালী এলোঙ্গি পাড়া এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৬৫)।
পুলিশ সুত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী দুষ্কৃতিকারীরা হাতে লোহার রড, শাবল, হাতুড়ি, বাঁশের লাঠি সহ রাতের বেলায় চলাচলরত বাস, ট্রাক, অটো’ তে আক্রমন করে যানবাহনের কার্য ক্ষমতা ব্যাহত করার নির্মিত্তে অন্তর্ঘাত মূলক কার্যকলাপের মাধ্যমে ক্ষতিসাধন করার জন্য কুষ্টিয়া মডেল থানাধীন পৌরসভার লাহিনী বটতলা কুষ্টিয়া-টু-রাজবাড়ী মহাসড়কের উপর অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম, এসআই মোঃ মাহমুদুজ্জামান, এসআই মোঃ হাসানুর রহমান, এসআই মো: সাহেব আলী, এএসআই মো: সাইমুন ঢালী, এএসআই মোঃ শাহিন আলম সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা রয়েছে যার মামলা নং – ৩৬ তারিখ ২৯/৫/২০২২। তারা এই মামলার আসামী।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, নাশকতার চেষ্টাকালে বিএনপির কয়েকজন নেতাকর্মীদের আটক করে হয়েছে৷ পরবর্তীতে তাদের কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।