আমিন হাসানঃ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল নিষিদ্ধ মাদক সহ তুহিন (২১) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (পরিদর্শক) মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে ভেড়ামারা উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে ভেড়ামারা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার এর উপস্থিতিতে দুই মাসের জেল প্রদান করা হয় আসামিকে।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: বেলাল হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা মাদক নির্মূলের জন্য কাজ করে যাবে।