শাহিন মোল্লাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক ইউনিয়ন (জি ইউ জে) এর সদস্যদের মধ্যে ঈদ উপহারের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
আজ ২৫ জুলাই( সোমবার) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জি ইউ,জে) সদস্যদের মাঝে উপহারের চেক বিতরণ করেন ।
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিনি জেলায় কর্মরত ৬০ জন সাংবাদিকের মধ্যে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।।