হারানো বিজ্ঞপ্তি:গত শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় কুমারখালীর বাটিকামারা এলাকা থেকে মোঃ তৌফিক হাসান লিয়ন (১২) নামের এক ছেলে হারিয়ে গেছে। সে কুমারখালী বাটিকামারা এলাকার মোঃ নুরউদ্দিনের ছেলে এবং কুমারখালী হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া ছাত্র। শুক্রবার দুপুরবেলা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এখনো বাসায় ফেরেনি। তার পরিবারের লোকজন সমস্ত আত্বীয় স্বজন সহ সম্ভাব্য জায়গায় খোজাখুজি করার পরেও কোথাও পাওয়া যায়নি তাকে। পরে তার বাবা শুক্রবারের দিনই কুমারখালী থানায় একটি লিখিত সাধারন ডায়েরী দায়ের করেছেন। যার সাধারন ডায়েরী নাম্বার নং : ১০৯৮। তারিখ :২৩/০৩/২০২২ ইং। বর্তমানে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পরেছে পরিবারের লোকজন। কোন ব্যাক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিম্ন লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। নিখোজ স্কুল ছাত্র তৌফিক হাসান লিয়নের বাবার নাম্বার :০১৬০৯-১৬৮৯৩০। অথবা কুমারখালী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।