সিপিসি-১, কুষ্টিয়া র্যাব-১২র ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ জুলাই ২০২২ ইং তারিখ ১৯:২৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিায়া সদর থানাধীন চৌড়হাঁস বিটিসি ক্যানাল পাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০০ গ্রাম গাঁজা, যাহার মূল্য আনুমানিক-৪,০০০/- (চার হাজার) টাকা সহ ০২ জন আসামী ১। মোছাঃ ফরিদা খাতুন@বুড়ি(৫২), স্বামী-মোঃ সোহরাব উদ্দিন, সাং-চৌড়হাঁস বিটিসি ক্যানাল পাড়া, ২। মোঃ রাসেল বিশ্বাস(১৬), পিতা-মোঃ লুৎফর বিশ্বাস, বর্তমান সাং-জগতি মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মজিবর রহমানের বাড়ীর ভাড়াটিয়া, স্থায়ী সাং-চরপাড়া, উভয় থানা ও জেলা-কুষ্টিয়াসহ । পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।