সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ১৭ তম দিন কুষ্টিয়ার ৮টি সাংবাদিক সংগঠনের উদ্যাগে শহর এক বিশাল মৌণ মিছিল অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে কুষ্টিয়া প্রসক্লাব চত্বর থেকে কুষ্টিয়া প্রসক্লাব, কুষ্টিয়া প্রসক্লাব (কপিসি) সাংবাদিক অধিকার ফারাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন, জেলা রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া শাখা ও অনলাইন প্রসক্লাব, ৮টি সাংবাদিক সংগঠন পথক পথক ব্যানারে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে একাত্মতা ঘোষনা করে মুখে কালো কাপড় বেঁধে এ মৌণ মিছিলটি শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মজমপুর গেটে এসে শেষ হয়। সাংবাদিক রুবেল হত্যার বিচারর দাবীত গঠিত সর্বস্তরর সাংবাদিকদের সংগঠন আহবায়ক ও জেলা এডিটরস্ ফোরামের সভাপতি মুজিবুল শেখের সভাপতিত্ব আগামী রবিবার কুষ্টিয়া কেদ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের কর্মসুচীর ঘাষণা দিয়ে সভার সমাপ্তি ঘাষণা করা হয়। এ সময় কুষ্টিয়া প্রসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস হারামের সাধারণ সম্পাদক নুর আলম দুলাল ও প্রসক্লাব কেপিসির সভাপতি রাশদুল ইসলাম বিপ্লবসহ প্রমুখ নতবদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই কুষ্টিয়া শহর বাবর আলী গট এলাকায় নিজ পত্রিকা অফিস কাজ করার সময় একটি ফোন কল অফিস থেকে বের হয় যান রুবেল। ৭ জুলাই দুপুর কুমারখালী নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের ক্ষতবিক্ষত মরদহ উদ্ধার করে পুলিশ। হাসিবুর রহমান রুবেল দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলন এবং ঢাকা থেকে প্রকাশিত আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।