কুষ্টিয়ায় মাদকদ্রব্য হেরোইন বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সফিকুল আলম ওরফে শাহিন নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড সেই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত সফিকুল আলম @ শাহিন চৌধুরী কুষ্টিয়া মীর মোশাররফ হোসেন রোড, আড়–য়াপাড়ার চৌধুরী আবুল হোসেনের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি সফিকুল আলম @ শাহিন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায় ২০১৬ সালের ৫ সেপ্টেম্বরে পুলিশ গোপন সংবাদে জানতে পারেন কুষ্টিয়া এন.এস রোডস্থ একতারা মোড়ে নির্মানাধীন নুর টাওয়ারের সামনে আসামী সফিকুল আলম @ শাহিন চৌধুরী মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেলে আসামী সফিকুল আলম @ শাহিন চৌধুরী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে এবং তাহার শরীর তল্লাশী করে পরিহিত সাদা পায়জামার ডান পকেটে থাকা ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পরে আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ঐদিন বিকেলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, যুব সমাজ ধংস করার জন্য হেরোইন ক্রয়-বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক চক্রের সদস্যরা। তাই সফিকুল আলম @ শাহিন চৌধুরী মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদন্ডের দিয়েছেন আদালত।