আমিন হাসানঃ কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের কঠোর শাস্তি দাবীতে কলম বিরতি কর্মসূচী পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আজ শনিবার দুপুর ১১টায় কুষ্টিয়া মডেল থানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, যুগ্ম-সম্পাদক জবায়েদ রিপন, এডিটর’স ফোরামের সভাপতি মজিবুল শেখ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।
কর্মসূচীতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঘটনার সপ্তাহ পেরুলেও আসামীদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ প্রকাশ করেছেন। এবিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নেয়ার দাবী জানান। এ সময় জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আসামি শনাক্ত করতে চলছে প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা।
গত ৩জুলাই কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় হাসিবুর রহমান রুবেলের ব্যক্তিগত অফিস থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে রুবেলের মরদেহ উদ্ধার করা হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে থেকে।