কুষ্টিয়া ০৬ জুলাই ২০২২ \ কুষ্টিয়া যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামীগের কর্যালয়ে কেক কেটে দিনটি উদ্যাপন করেন কুষ্টিয়া যুব মহিলা লীগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া যুব মহিলা লীগের আহবায়ক এম. সম্পা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আ.স.ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া শহর আওয়ামীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শীলা বসু, অনুষ্ঠান পরিচালনা করেন, কুষ্টিয়া যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক মেহরীন আহমেদ, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া রনি। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।