শিরোনামঃ
ঝিকরগাছায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও মরনোত্তর গুনিজন সংবর্ধনা শার্শার গোগায় ১৩টি সোনার বিস্কুটসহ পাচারকারী আটক। কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। দৌলতপুরের লালনগরে অগ্নিকাণ্ড একটি পরিবার নিঃস্ব শার্শার বাগআঁচড়া ইউঃ মাঃবিঃয়ের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবশেষে এমপির পক্ষের কর্মসূচি প্রত্যাহার, চেয়ারম্যান পক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের অভিযান। শার্শা বাগআঁচড়া সাতমাইল সরঃপ্রাথঃবিঃয়ের স্কুল মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত। রাজিবপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে সওয়াবের এক হাজার ইফতার সামগ্রী বিতরণ।

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডেল,গাঁজা, টাপেন্টাসহ সহ গ্রেফতার -২

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মাহাফুজ হৃদয়।
  • আপডেটের সময়। সোমবার, ৪ জুলাই, ২০২২

কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডেল, গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই(নিঃ)/অনুপ কুমার মন্ডল সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ রোকনুজ্জামান, এএসআই(নিঃ)/ মোঃ সিরাজুল ইসলাম, কং/১৪৪০ মোঃ আলী হোসেন, নারী কং/৯৬৫ মোছাঃ তামান্না আক্তার সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া এবং ধৃত আসামী ১। মোঃ সুজন (২৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, ২। মোছাঃ মাহাফুজা খাতুন @ মাফু (৩০), স্বামী-মোঃ রিপন, উভয় সাং-চর আমলাপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়াদ্বয়ের নিকট হইতে উদ্ধার ও জব্দকৃত আলামত (i) (৫+১১)=১৬ (ষোল) বোতল সহ ইত্যাতি লেখা আছে, যার মূল্য অনুমান (১৬×১০০০)= ১৬,০০০/ (ষোল হাজার) টাকা, (ii) একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০০ (সাতশত) গ্রাম গাঁজা। মূল্য অনুমান ২১,০০০/-(একুশ হাজার) টাকা, (iii) একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ০৫টি ব্লিস্টার পাতার প্যাকেটে ১০ (দশ) পিচ করিয়া সর্বমোট (৫×১০) = ৫০ পিচ হালকা কমলা রংয়ের Tapentadol ট্যাবলেট। প্রতি ব্লিষ্টার পাতার পিছনে Tapentadol Tablets 100 mg Tapal R 100 সহ ইংরেজিতে আরো কিছু লেখা আছে। প্রতিটি ব্লিস্টার পাতার ওজন ০৪ গ্রাম করিয়া সর্বমোট (৫×৪) = ২০ (বিশ) গ্রাম, মূল্য অনুমান ১০,০০০/- টাকা সহ গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার জিডি নং-৪৭, তাং-০৪/০৭/২০২২ ইং মূলে বিশেষ অভিযান ডিউটি করাকালীন ১৮.০৫ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন মজমপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন বাবর আলী রেইল গেইট সংলগ্ন মোঃ রফিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত কেরামত আলী জোয়াদ্দারের বসত বাড়ির মধ্যে কতিপয় নারী/পুরুষ ব্যক্তিরা বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সংবাদের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-০৪/০৭/২০২২তারিখ ১৮.১৫ ঘটিকার সময় উল্লেখিত বসত ঘরের বারান্দায় পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টেরপাইয়া ০১জন পুরুষ ও ০১জন নারী পালানোর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর