আমিন হাসানঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলা ৬নং চাপড়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ড সাঁওতা গ্রামের জমি নিয়ে এলাকা বাসী সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম সাবদুলের বাড়িতে সালিশে বসে সেখান থেকে শত্রুতা যে শুরু হয়।
জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ রওশন আলী শেখ (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আজ রবিবার আনুমানকি ৯ ঘটিকার সময় কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামে এ ঘটনা ঘটে।
কুমারখালী থানা সূত্রে জানা যায়, আজ সকাল ৯ টা দিকে সাওতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজমোত আলী শেখের ছেলে মোঃ রওশন আলী শেখ বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মোঃ খোকন শেখ (৪০), মোঃ শামিম শেখ (৩৮),
একই পিতা: সাইদুল ইসলাম সাবদুল সাবেক চেয়ারম্যান মোঃ মোসেম শেখ (৪৫), মোঃ তুজাম শেখ(৩৬), একাই পিতা মৃত: হেকমত শেখ,
মোঃ রানা (৩৫), পিতা মৃত:রহমত আলী,
কাশেম শেখ (৪৮), পিতা মৃত: জদ্দার শেখ ,ও তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে রওশনকে এলোপাতাড়িভাবে কোপান। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বৈশিষ্ট্য জেনারেল হাসপাতাল ভর্তি করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )কামরুল তালুকদার গণমাধ্যম কর্মীকে জানাই জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে কুপিয়ে জখম করে এ বিষয়ে থানায় কোন অভিযোগ এখনো হয়নি। তবে তাদের নাম ঠিকানা পেয়েছি আসামিদের ধরার চেষ্টা চলছে।