আজ ৩রা জুলাই রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে সকলের সম্মতিতে কুষ্টিয়া জেলা কমিটি ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো… বাংলাদেশ প্রেস ক্লাব (বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংবাদিক সংগঠন) গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২।
আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে সকলের সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হন- সভাপতি, ডাঃ এম এ মান্নান (দৈনিক দেশবার্তা ও The Daily Evening News ), সহ-সভাপতি আব্দুল আলিম ( দৈনিক অগ্নিশিখা), সাধারণ সম্পাদক,মোঃ হাবিবুর রহমান( দৈনিক আজকালের খবর ও Daily Present Times ), যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম(দৈনিক নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ (দৈনিক মত প্রকাশ), সহ-সাংগঠনিক সম্পাদক আমিন হাসান(দৈনিক জনতার ইশতেহার),
অর্থ সম্পাদক রেদওয়ান ( দৈনিক বর্তমান দিন), সহ অর্থ সম্পাদক আব্দুর রহমান (দৈনিক রূপবানী), দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম জিয়া (দৈনিক আমার সংগ্রাম), মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা (দৈনিক গড়ব বাংলাদেশ ও The Investor), ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নাসিম আহমেদ (দৈনিক বিশ্ব মানচিত্র), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ (দৈনিক বাংলাদেশ সমাচার ও The Daily Bangladesh Diary) নির্বাহী সদস্য মোঃ নুর আলম শেখ ( দৈনিক অধিকার ও The Daily Moon ), রাব্বি আহমেদ চ্যানেল এস, জুয়েল রানা (দৈনিক সংগ্রামী কন্ঠ)।
এ বিষয়ে সাধারণ সম্পাদক,মোঃ হাবিবুর রহমান বলেন আমরা সকলেই দেশ ও জাতির জন্য কাজ করে যাব এই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই বলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সমাপ্ত করেন।