শিরোনামঃ
সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত রাশেদ হেলাল রাখুর পরিবারকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র- কুষ্টিয়ায় ট্রাক চাপায় কৃষকের মৃত্যু কুষ্টিয়ায় র‍্যাপিড রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল। সাতক্ষীরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ঝিকরগাছার এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু। কুষ্টিয়ায় ব্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার উদ্বোধন আগামীকাল শনিবার থানাপাড়া ঈদগাহ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন || সভাপতি আজগর আলী, সম্পাদক আয়ুব হোসেন মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি সহ তিন ডাকাত আটক

ভারপ্রাপ্ত সম্পাদকঃ
  • আপডেটের সময়। শনিবার, ২ জুলাই, ২০২২

 

মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃকুষ্টিয়ার মিরপুরে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা।

আটককৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর এলাকার সেকেন আলীর ছেলে মাহাবুল (৩০), ভেড়ামারা উপজেলার কোদালিয়া এলাকার আশরাফ জোয়ার্দ্দারের ছেলে লালন (৩৫), মিরপুর পৌর এলাকার শ্যামল (২৫) ।

পুলিশ জানায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার নেতৃতবে এসআই মোস্তাফিজুর রহমান সহ সংগীয় ফোর্স শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া-সাতবাড়ীয়া মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে ।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ঈদকে সামনে রেখে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে রিমান্ড আবেদনসহ তাদের আদালতে সোপর্দ্ধ করা হয়েছে বলেও জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর