ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ৩০ জুন ২০২২ ইং তারিখ রাত ২২২০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন নগর মোহাম্মদপুর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি বিদেশী রিভলবার এবং ০৪ রাউন্ড গুলি সহ মোঃ রোমান আহম্মেদ (২৮), পিতা-মোঃ আবু দাউদ, সাং-রামচন্দ্রপুর,
থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের সন্ত্রাস মুক্ত অভিযান অব্যাহত রেখে সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে র‌্যাব-১২,