শিরোনামঃ
সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত রাশেদ হেলাল রাখুর পরিবারকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র- কুষ্টিয়ায় ট্রাক চাপায় কৃষকের মৃত্যু কুষ্টিয়ায় র‍্যাপিড রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল। সাতক্ষীরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ঝিকরগাছার এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু। কুষ্টিয়ায় ব্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার উদ্বোধন আগামীকাল শনিবার থানাপাড়া ঈদগাহ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন || সভাপতি আজগর আলী, সম্পাদক আয়ুব হোসেন মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

ভূমি সেবার নামে চলছে গরিবের পকেট ডাকাতি

সাহিন মোল্লা
  • আপডেটের সময়। মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

গোপালগঞ্জের কাশিয়ানী ভূমি কমিশনার এর দপ্তর থেকে সরকারি নির্দেশনা কে উপেক্ষা করে ১৪ টি ইউনিয়নে সকল ভুমির মালিক গনের আসতে হয় ঐ দপ্তরে। বর্তমানে নামজারির কাজ চলছে ভূমি অফিসে সরকারি ভাবে নির্ধারণ করা
থাকলেও নেওয়া হয় বাড়তি টাকা। তারই ধারাবাহিকতায় নিপীড়িত অসহায় মানুষগুলো দিশেহারা ।

চতুর্থ শ্রেনীর কর্মচারী তাকেও দিতে হয় নিয়মিত ঘুষ আর ঘুষ না দিলে তার কোন কাজের অগ্রসর হয় না। সরকারি কর্মচারীদের উচ্চমানের বেতন থাকা শর্তেও আমার পকেট থেকে আমার বাচ্চার টিফিনের টাকা টাও কেড়ে নেয়া হয়।

এমনকি টাকা না দিলে আমার নাম টা ও বাদ হয়ে যেতে পারে। জনগণ ঘুষখোরের উপযুক্ত বিচার দাবি করছে, ভূমি সেবার নামে আমাদের এই দুর্ভোগ পোহাতে হয়।

নামজারি নোটিশ দেওয়ার জন্য কোনো টাকা নেওয়ার কথা নয়, অথচ প্রতিটি নুটিসে ২০০ শত টাকা করে নিয়ে থাকে। গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করার পরে নূটিশ জারিকারক মোঃ মোসারেফ কে বলার পরে ও সে প্রতিনিয়ত ঘুষ নিচ্ছেই। এবং সরকারি কর্মচারী হয়ে চিৎকার করে বলে বাংলাদেশের এমন একটি অফিস দেখাও তো যে ঘুষ নেয় না। ভুক্তভোগীরা জানিয়েছেন এই ঘুষ খোরের হাত থেকে মুক্তি পেতে চাই। এবং তাকে চাকুরি চুত করার যোরদাবী যানান।

এছাড়া জমি ও ঘর দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে মোঃ মোসারেফ আনিত অভিযোগ কারিগনের সত্যতা প্রমাণিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর