বাংলাদেশের জনপ্রিয় স্যটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র কুষ্টিয়ার স্টাফ ক্যামেরাপার্সন হিসেবে নিয়োগ পেলেন আসিফুজ্জামান সারফু। সোমবার দুপুরে ঢাকা কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউ’র এনটিভির প্রধান কার্যালয় থেকে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তার হাতে এসে পৌঁছায়।
আসিফুজ্জামান সারফু প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কুষ্টিয়া ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি ও কুষ্টিয়ার ক্যামেরাপার্সন হিসেবেও পরিচিত মুখ তিনি। দীর্ঘ ১৯বছর কাজ করার পর তাকে স্টাফ ক্যামেরাপার্সন হিসেবে নিয়োগ দেওয়ায় এনটিভি কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে কুষ্টিয়া জেলা ও উপজেলার সকল সহকর্মী, প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনসহ সকল পর্যায়ের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।