এনামুল হক ইমন,কুষ্টিয়ার কুমারখালীতে পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ই জুন সোমবার সন্ধায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর রাজনৈতিক কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় পৌর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় নেতাকর্মীবৃন্দ ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ শে জুন বাঙালি জাতীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন এবং পৌর ছাত্রলীগের কমিটিকে বেগবান করার বিষয়ে যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।