এনামুল হক ইমনঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে পান্টি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পান্টি ইউনিয়নের পান্টি বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে পান্টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা রাসেল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ, কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।