আমিন হাসানঃ আজ ১৯ মে রবিবার আনুমানিক ৭ঃ৩০ সময় কুষ্টিয়া শহরতলীর এলাকার কাটাইখানা মোড়ে উত্তর দিকে রাজুর কবরের পাশে মুন্সী শহিদ উদ্দিন মোহাম্মদ তারিক এর বাড়িতে রুবিয়া-(১৩) ফেনের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। নিহত রুবিয়া রাজবাড়ী জেলার, পাংশা থানার ভাতশালা গ্রামের মোঃ নবীর মেয়ে। মুন্সী শহিদ উদ্দিন মোহাম্মদ তারিক এর বাড়িতে গত ১ মাস ধরে গৃহকর্মীর কাজ করতো।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত রুবিয়ার মাথায় একটু সমস্যা ছিল। তাছাড়া বাড়িওয়ালাদের ঠিকমত কথা শুনতো না মেয়েটি আত্মহত্যা কেন করলো এ বিষয় নিয়ে এলাকার লোকজন হতবাক। নিহতের বিষয় টি কুষ্টিয়া মডেল থানার পুলিশ জানতে পারেলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে রুমে ভিতর থেকে আটকানো পরে লোহার দরজা কেটে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মোঃ সাব্বির আলমকে মুঠোফোনে ফোন দিলে তিনি জানান লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে তদন্তের পর জানা যাবে আসল ঘটনা কি।