এনামুল হক ইমনঃ কুষ্টিয়ার কুমারখালীতে ২০২১-২২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে ৫০০জন কৃষকের মাঝে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল, যশোরের অতিরিক্ত পরিচালক ডঃ মোঃ এখলাস উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া সুশান্ত কুমার প্রামানিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৫০০জন কৃষকের মাঝে এসব বীজ ও সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।