শিরোনামঃ
সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত রাশেদ হেলাল রাখুর পরিবারকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র- কুষ্টিয়ায় ট্রাক চাপায় কৃষকের মৃত্যু কুষ্টিয়ায় র‍্যাপিড রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল। সাতক্ষীরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ঝিকরগাছার এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু। কুষ্টিয়ায় ব্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার উদ্বোধন আগামীকাল শনিবার থানাপাড়া ঈদগাহ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন || সভাপতি আজগর আলী, সম্পাদক আয়ুব হোসেন মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

নদীতে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা

সম্পাদক ও প্রকাশকঃ আমিন হাসান
  • আপডেটের সময়। সোমবার, ১৩ জুন, ২০২২

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যাংক কর্মচারীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে শেরকান্দি খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম মো. আফজাল হোসেন (৫৫)। তিনি কুমারখালী উপজেলা অগ্রণী ব্যাংক শাখার কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন। তিনি কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার মৃত আজাহার উদ্দিন মিয়ার ছেলে।

তবে ব্যাংক কর্মচারীর পরিবার দাবি, আফজাল হোসেন বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন। হয়তো রোগের কারণেই হঠাৎ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটার দিকে গড়াই নদীর তেবাড়িয়া খেয়াঘাট এলাকায় চলন্ত নৌকা থেকে ঝাঁপ দেন অগ্রণী ব্যাংক কর্মচারী আফজাল হোসেন। তারপর নৌকায় থাকা মাঝি ও অন্যান্যরা তাকে উঠানোর চেষ্টা করলে তিনি পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পরে খেয়াঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার দুরে জিলাপীতলা এলাকা থেকে জেলেরা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হেফাজতে নেয় এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ওই ব্যাংক কর্মচারীর স্ত্রী নুরজাহান বলেন, আমার স্বামী অগ্রণী ব্যাংকে চাকরী করে। সকালে হোটেলে খাওয়ার কথা বলে বের হয়। পরে ফোন পেয়ে জানতে পারি নদীতে ঝাঁপ দিয়েছে। তিনি প্রায় মাসখানেক মানসিক রোগে ভুগছেন। উপজেলা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম বলেন, আফজাল ব্যাংকের কেয়ারটেকার হিসেবে কর্মরত রয়েছেন। শুনেছি নদীতে ঝাঁপ দিয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, আত্মহত্যার উদ্দেশ্যে চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিয়েছিল। দেড় ঘণ্টার অভিযানে তাকে জীবিত উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জীবিত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর