মোঃ রবিউল ইসলাম হৃদয় :কুষ্টিয়া জগতি সুগার মিল এলাকায় ৫০ পিচ নেশাজাতীয় নিষিদ্ধ ভয়ঙ্কর মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেছে জগতি পুলিশ ক্যাম্প । আজ (সোমবার) দুপুর ১ টার সময় কুষ্টিয়া সুগার মিলের ২ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া শহরের কুমারগাড়া ২০নং ওয়াডের বাসিন্দা আঃ হালিম মন্ডলের ছেলে তোহিদুল ইসলাম ওরফে তুহিন (২৮) একই এলাকার বাসিন্দা আলম মন্ডলের ছেলে মাহফুজুর রহমান(২৭)।
পুলিশ সূত্রে জানা যায় আটকৃত তোহিদুল ও মাহফুজুর দীর্ঘদিন ধরে নেশাজাতীয় নিষিদ্ধ ভয়ঙ্কর মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোড়াদহ থেকে মাদকের একটি চালান শহরে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই মেহেদী হাসান মুন্নু, এ.এস. আই আসাদ এর নেতৃত্বে এবং কনস্টেবল শফিকুল ইসলাম, আলমঙ্গীর হোসেন, তারাজুল হোসেন এর সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় তোহিদুল কাছে ৩০ পিচ ও মাহফুজুর এর কাছে ২০ পিচ সহ হাতে-নাতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করেন পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন পোপন তথ্য পেয়ে আজ (সোমবার) দুপুর ১ টার সময় কুষ্টিয়া সুগার মিলের ২ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হয়েছে ৷ নামে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিষয়টি নিশ্চিত করেন।