জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের উদ্যোগে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় মেহেরজান ডাইনিং রেস্তোরাঁয় এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া শহরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মেডিক্যাল শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ আন্দোলনে সম্পৃক্ত করতে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়টি মানবজীবন ও পরিবেশের সাথে সংশ্লিষ্টতার স্পষ্ট ধারণা দিতে শহরের এক যুগ পূর্বে প্রতিষ্ঠা লাভকৃত স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদ এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।
সংগঠনটির প্রধান উপদেষ্টা কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সদস্য সচিব, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক, অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, সাবেক ছাত্রনেতা খন্দকার ইকবাল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি ও জীব বৈচিত্র সংরক্ষণ ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী এস. আই সোহেল, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সিনিয়র যুগ্ম আহবায়ক, এজিপি, অ্যাডভোকেট ও কবি নাজমুন নাহার, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির জুনিয়র সদস্য ও কুষ্টিয়া ল একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোখলেসুর রহমান পিন্টু, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি ও রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া জেলা শাখার সংগঠক ও কার্যনির্বাহী সদস্য সেলিম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার ইকবাল মাহমুদ বলেন, ” কুষ্টিয়া আমাদের শহর ও জন্মস্থান, পরিবেশ দূষণের জন্য দায়ী আমরা নিজেরা, নিজেদের দায়িত্ব অবহেলায় আমরা পরিবেশ দূষণ করছি, তরুণ প্রজন্মকে অঙ্গীকারবদ্ধ হতে হবে পরিবেশ দূষণ প্রতিরোধে। যুবকদের সংগঠিত করে সংশ্লিষ্ট আইন, বিধিমালা বিষয়ক জনসচেতনতা সৃষ্টি করতে হবে কুষ্টিয়ার সর্বস্তরের নাগরিকদের মাঝে ”
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাজমুন নাহার বলেন, ” শহরের বিভিন্ন রাস্তার পাশে, যেখানে জনসমাগম বেশি সেখানে জরুরি ভিত্তিতে পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে, এটি পরিবেশ দূষণ রোধে কুষ্টিয়া শহরে কার্যকরি পদক্ষেপগুলোর একটি হবে “
অ্যাডভোকেট মোখলেসুর রহমান পিন্টু তার বক্তবে বলেন, ” বৃক্ষ নিধন, নদী দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ সকল প্রকার পরিবেশের ক্ষতিকর কার্য রোধে যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগে কঠোর এবং কার্যকর ভুমিকা নিতে হবে, পরিবেশ রক্ষায় গণসচেতনতা তৈরী করতে হবে যুব সমাজের নেতৃত্বে ”
সভাপতির বক্তব্যে ড. আমানুর আমান বলেন, ” শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে পৌরসভা কয়েক শত কোটি টাকার উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই কিন্তু তার পরেও নাগরিক দায়িত্বহীনতা, প্রশাসনিক ও মামলা জটিলতায় আধুনিক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে, তরুণদের সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল কমিয়ে প্রকৃতি ধ্বংসের প্রতিটি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়তে হবে। নিজেকে পরিবর্তন করলেই সমাজ পরিবর্তন হবে, প্রকৃতি রক্ষায় কার্যকর ভূমিলা পালন করা যাবে ব্যাপকহারে ”
অ্যাডভোকেট পলল সেমিনার শেষে সমাপনী বক্তব্যে বলেন, ” মানুষ পরিবেশের অন্যতম উপাদান, মানব দূষণ রোধে সোচ্চার হতে হবে। মাদক, পর্নোগ্রাফি, ভার্চুয়াল জুয়া, মোবাইল আসক্তির মতো মানব দূষণ প্রতিরোধে কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদ কুষ্টিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম ও ওয়ার্ডে কাজ করবে। কিশোর ও যুব সমাজ আগামীর নেতৃত্ব, তাদের মানবিক ও নৈতিকতা শিক্ষার মাধ্যমে মানব দূষণ রোধ করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হবে ”
সেমিনারটিতে আরো উপস্থিত ছিলেন কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক, শিশু অধিকার কর্মী অপু হোসেন, কোষাধ্যক্ষ শিক্ষানবিশ আইনজীবী সাদিয়া ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমতিয়াজ জনি, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মীর রীসান, পরিবহন ব্যবসায়ী স্বপন মাহমুদ, সাংবাদিক সৌরভ শাহরিয়ার, ইসলামি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মোয়াজ, ইনোভেটিভ সলিউশন বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তুহিন খান, কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সহকারী সদস্য সচিব মাইশা জালাল, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক হাসান রোহিদ, কার্যনির্বাহী সদস্য রিফাতসহ কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল ও মাদ্রাসার প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কিশোর – যুব সমাজ ও পরিবেশ আন্দোলন কর্মবৃন্দ।