কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অসাম্প্রদায়িক চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বর্ষপূর্তির কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টার দিকে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যায়যায়দিন কুষ্টিয়া সদর প্রতিনিধি সনি আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক, চ্যানেল আইয়ের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক আন্দোলনের বাজারের সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বাংলাভিশন টেলিভিশন ও দেশ রূপান্তর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু,৭১ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি শাহিন আলী, ডিবিসি টেলিভিশন ও সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাতদ রানা, বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটনউজ্জামান, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার, দীপ্ত টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকারসহ আরো অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
তাছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক টিপু সুলতান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা প্রত্যয় দাস, নতুন টাইমস নিউজ পোর্টালের ব্যবস্থাপক সম্পাদক তোফা সহ অন্যান্য ব্যক্তি বর্গ।