আজ ৪ঠা জুন বিকাল ৪ ঘটিকায় সারা দেশব্যাপী বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রতিবাদ মিছিল ও সমাবেশের উদ্যোগ নিয়েছিলো বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুষ্টিয়া পৌর ২ নং ওয়ার্ড শাখা। প্রতিবাদ মিছিলটিতে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড আওয়ামীগের বিপ্লবী সভাপতি মোখলেসুর আলম বাবু, পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমান উল্লাহ নান্টু এবং সমন্বয়ক করেন সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল হক ধীমান।
কুষ্টিয়া পৌর আওয়ামীলীগ ২ নং শাখার, সিনিয়র সহসভাপতি খন্দকার মাহমুদুল হক টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর হরিম উজ্জ্বলের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইয়ামিন, যুবলীগ নেতা ইয়ালিদ হোসেন পারভেজ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের সহযোগিতায় খন্ড খন্ড মিছিল নিয়ে সবাই জড়ো হয় থানাপাড়া ছয় রাস্তার মোড়ে। সেখান থেকে শতাধিক আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দকে নিয়ে মিছিলটি শ্লোগানে মুখরিত হয়ে থানার মোড় হয়ে শহরের প্রধান সড়ক এন.এস রোড দিয়ে পাবলিক লাইব্রেরিতে গিয়ে সমাপ্ত হয়।
এছাড়াও মিছিল ও সমাবেশটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পরিতোষ দাস, সাবেক ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুক্তার হোসেন, ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সিরাজ খালাসী, সোহেল, জুয়েল, আরিফ, রানা, লিটা, লাল, সোনা সহ প্রমুখ।