এনামুল হক ইমনঃ কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) – ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীয়া মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন কুমারখালীর আয়োজনে শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ (খোকসা – কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব,চরসাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেছের আলী খাঁ, সদকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনহাজুল আবেদিন দ্বীপ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুধীজন এবং খেলা প্রেমী দর্শকগণ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সদকী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও চরসাদীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউর রহমান।