বৃহস্পতিবার (২ জুন ২০২২) দুপুর সাড়ে ১২ টায় কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা’র আয়োজন করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজি ড: খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উক্ত বিশেষ কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি একে একে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অনেক প্রেষণা মূলক বক্তব্য রাখেন এবং নিয়মিত বিভিন্ন ট্রেনিং ও চর্চার মাধ্যমে দক্ষতা অর্জন করে জনগণকে কাংখিত সেবা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। বিট পুলিশিং জোরদার করে আইন শৃঙ্খলা ঠিক রাখার ব্যাপারে তাগিদ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়ের নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া জেলা পুলিশ আইন শৃঙ্খলা সহ সকল ধরনের সরকারি দায়িত্ব ঠিকভাবে প্রতিপালন করে যাচ্ছে এবং আরো ভালো সম্পন্ন করার ব্যাপারে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডঃ এস এম ফরহাদ হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন – সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ সহ কুষ্টিয়া জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।