দিনভর মুখ বন্ধ করা এক প্লাস্টিকের বস্তা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল। আজ বৃহস্পতিবার (২ জুন ) সকাল থেকে বিকেল পর্যন্ত মুখ বন্ধ করা পচা দুর্গন্ধ যুক্ত প্লাস্টিকের বস্তায় মৃত ব্যক্তির মরদেহ আছে ভেবে শনাক্ত করতে গিয়ে মিললো মরা কুকুর। দৌলতপুর উপজেলার তারাগুনিয়া কৈপাল হিসনা রোডের পাশে খাদে এই বস্তাটি দেখতে পায় স্থানীয়রা।
বস্তার ভেতরে কার লাশ তা দেখতে উৎসুক জনতার ভীড় জমে। অবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ বস্তার মুখ খুলে দেখে ভেতরে মৃত পচে যাওয়া একটি কুকুর।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, তারাগুনিয়া কৈপাল হিসনা রোডে পাশে সড়কের পাশে বস্তাবন্দী পচে গলিত একটি মরদেহ পড়ে থাকার কথা জানায়। এই খবর পেয়ে আমরা গলিত লাশটি উদ্ধার করতে যাই। সেখানে গিয়ে বন্ধ বস্তাটি খোলার পর দেখা যায় কয়েকদিন আগে মারা যাওয়া একটি কুকুর।