২৯/০৫/২০২২ ইং রবিবার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে সিজানুর শেখ (১৯) খুন হয়েছে।
ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মাজড়া এম ইউ ফাজিল মাদ্রাসার পূর্ব পাশের বাগানে।
কাশিয়ানী উপজেলার কাগদী গ্রামের মোঃ শাহজাহান শেখের ছেলে সেজানুর (১৯)কে হিরণ্য কান্দি গ্রামের ইকলাচ শিকদারের ছেলে নাজিম শিকদার তার বন্ধুবান্ধবদের নিয়ে পূর্ব শত্রুতার জেরে সেজানুরকে মেহগনি গাছের সাথে বেধে প্রথমে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে বুকে ছুরি মেরে আনুমানিক দুপুর ১.৩০মিনিটের সময় খুন করেছে বলে জানা গেছে ।
নিহত সেজান কাশিয়ানী এম এ খালেক কলেজের আই এ দ্বিতীয় বর্ষের ছাত্র। খুনি নাদিম শিকদার মাজড়া এম ইউ ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
ঘটনা স্থান পরিদর্শন করেন কাশিয়ানি মুকসুদপুর সার্কেল এসপি শাহিনুর রহমান ও কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রায়হান।