মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়া র্যাবের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন,৩ রাউন্ড গুলিসহ সেন্টু মালিথা (৩৭),নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল ২৮ মে আনুমানিক সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া দৌলতপুর থানাধীন বিলগাতুয়া মধ্যপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি এনআইডি কার্ড, ২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড এবং নগদ ৬১ হাজার টাকা বিলগাতুয়া মধ্যপাড়া এলাকার মৃত আরজেদ আলীর ছেলে
সেন্টু মালিথা (৩৭) কে গ্রেফতার করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এবিষয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান বলেন, এই ধরণের সন্ত্রাস মুক্ত অভিযান অব্যাহত রেখে সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।