আজ ২৭ শে ২০২২ ইং, সকাল ৮ টায় কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলমান থাকা অবস্থায় প্রথম ৩ টি ভোটের পর এক ভোটারের নজরে আসে বিষয়টি। নির্বাচন কমিশন কতৃক ছাপানো ব্যালটে শ্রমিক ইউনিয়নে সভাপতি প্রার্থী মাহবুল আলমের প্রতীকে সেলাই রেঞ্জের পরিবর্তে শুধু রেঞ্জ ছাপা হয়। এরপর পর থেকেই মাহবুল আলমের সমর্থকেরা বিক্ষোভ আরম্ভ করে। নির্বাচন কমিশন সাময়িক সময়ের জন্য নির্বাচন কার্যক্রম স্থগিত করেন। প্রধান নির্বাচন কমিশনার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দীর নেতৃত্বে এডহক কমিটির জরুরি সভা চলছে, কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার দৈনিক কুষ্টিয়া প্রতিবেদককে জানান। সভাপতি প্রার্থী মাহাবুল আলমের সমর্থকেরা নির্বাচন বাতিল ও তার বিপক্ষের প্রার্থীরা নির্বাচন চালু রাখার দাবী জানিয়ে স্লোগান দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি. অপারেশন শফিকুল ইসলাম সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষায় অনুরোধ করেছেন হ্যান্ড মাইকে।