মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ আসন্ন কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতির দ্বি বার্ষিক ২০২২-২৪ নির্বাচনে পলান-আনিস-সজল প্যানেল পরিষদ জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে। আগামী ২১ মে শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে মোট ১০ জন বিশিষ্ট কমিটিতে ২ টি প্যানেলে মোট ২০ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন নির্বাচনে লড়বেন। ভোটের মাঠে ২ টি প্যানেলের মধ্যে পলান-আনিস-সজল প্যানেল পরিষদ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তায় রয়েছে বলে জানিয়েছেন সাধারন স্বর্ণ শিল্পী ভোটাররা। কুষ্টিয়া জেলা স্বর্ণ শিল্পী সমিতিতে কুষ্টিয়া,কুমারখালী,খোকসা,ভেড়ামারা, মিরপুর, ও দৌলতপুর মিলিয়ে সমগ্র জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৬৪৩ জন। এর মধ্যে অধিকাংশ ভোটাররাই সঠিক নেতৃত্ব পাওয়ার জন্য পলান-আনিস-সজল প্যানেল পরিষদে ভোট দিবেন বলে জানিয়েছেন। স্বর্ণ শিল্পী সমিতির সাধারন সম্পাদক পদপ্রার্থী আনিসুর রহমান আনিস জানান, আমি সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে পলান-আনিস-সজল প্যানেল পরিষদে নির্বাচন করছি। আমি নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত হলে সাধারন শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করবো। শ্রমিকদের সুখে দুঃখে পাশে থেকে কাধে কাধ মিলিয়ে থাকবো। তাদের বিপদে আপদে পাশে থাকবো এবং প্রতিটি উপজেলায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করবো।