বাংলাদেশ গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নূরের নির্দেশনায় কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদ এর আহবায়ক সাজেদুর রহমান এর সভাপতিত্বে সাংগঠনিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সাবের আলি সালাম ও বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান বেনু ও সহকারী শিক্ষক খালেকুজ্জামান। সাবেক কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ
সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব সাবেক সেনাসদস্য মতিউর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস হাসান ও কুমারখালী উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাধক হারুন, আরো উপস্থিত ছিলেন শাকিল আহমেদ তিয়াস সহ-সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি , আহসান হাবীব সবুজ সহসভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, স্বপন আহমেদ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি
বৈঠকে আলোচনা সভায় বক্তাদের মতামত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতি ক্রমে আগামী মাসের মধ্যেই আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানাগেছে।
উক্ত আহবায়ক কমিটি আগামী কয়েক মাসের মধ্যে সকল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আহবায়ক কমিটি গঠন করবে বলে জানাগেছে। দেশের গনতন্ত্রকে ফিরিয়ে আনা এবং সাধারন মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।