শিরোনামঃ
ঝিকরগাছায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও মরনোত্তর গুনিজন সংবর্ধনা শার্শার গোগায় ১৩টি সোনার বিস্কুটসহ পাচারকারী আটক। কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। দৌলতপুরের লালনগরে অগ্নিকাণ্ড একটি পরিবার নিঃস্ব শার্শার বাগআঁচড়া ইউঃ মাঃবিঃয়ের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবশেষে এমপির পক্ষের কর্মসূচি প্রত্যাহার, চেয়ারম্যান পক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের অভিযান। শার্শা বাগআঁচড়া সাতমাইল সরঃপ্রাথঃবিঃয়ের স্কুল মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত। রাজিবপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে সওয়াবের এক হাজার ইফতার সামগ্রী বিতরণ।

কুষ্টিয়া থানাপাড়া সার্বজনীন পুজা মন্দিরের (২০২২-২০২৫) কার্য নির্বাহী কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময়। বুধবার, ১১ মে, ২০২২

ডেক্স নিউজ : কুষ্টিয়া শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি মন্দির থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির। এটি শহরের প্রাণকেন্দ্র থানাপাড়ায় অবস্থিত। মন্দিরটি ১৯৫২ সালে স্থাপিত হয়। গত ০৬/০৫/২০২২ ইং তারিখে সাধারণ সভায় আহবায়ক কমিটি, কার্য নির্বাহী পরিষদ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি (২০২২-২০২৫) গঠন করে। নতুন এ কমিটির দ্বায়িত গ্রহন করেন, সভাপতি পদে বিশ্বনাথ দাস ও সাধারণ সম্পাদক পদে সঞ্জীব কুমার জোয়ারদার। সহ-সভাপতি : স্বপন কুমার ঘোষ, বিকাশ কুমার বিশ্বাস, প্রণয় চক্রবর্তী, বিকাশ কুমার ঘোষ, শংকর পাল, গণেশ সাহা, দেবেশ চন্দ্র সরকার, অসীম কুমার বিশ্বাস।

যুগ্মসাধারণ সম্পাদক: দীপঙ্কর সেনগুপ্ত, সুবীর কুমার ঘোষ।
মহিলা সম্পাদিকা: শুক্লা নন্দী।
সহ-মহিলা সম্পাদিকা: যুথি রানী দাস।
সাংগঠনিক সম্পাদক: সুদীপ্ত কর।
সহ-সাংগঠনিক সম্পাদক: অজয় বিশ্বাস।
অর্থ সম্পাদক: দীপঙ্কর দাস।
সহ-অর্থ সম্পাদক: উৎপল কুমার ঘোষ।
দপ্তর সম্পাদক: দুলাল চন্দ্র ঘোষ।
সহ-দপ্তর সম্পাদক: উৎপল কুমার বিশ্বাস। সাংস্কৃতিক সম্পাদক: রুমা সরকার।
সহ-সাংস্কৃতিক সম্পাদক: সুজন বিশ্বাস।
প্রচার সম্পাদক: সঞ্জয় দাস।
সহ-প্রচার সম্পাদক: পুলক দাস।
ভান্ডার রক্ষক: বিজন নন্দী রানা।
সহ-আন্ডার রক্ষক: নিতাই সরকার।
সমাজকল্যাণ সম্পাদক: সুদেব বিশ্বাস।
সহ-সমাজকল্যাণ সম্পাদক: অশোক বিশ্বাস।

নির্বাহী সদস্য: শ্রী রণজিৎ লাল, বিজয় মন্ডল, সুজয় অধিকারী, রাজিব মজুমদার, শংকর কুমার মহাজন,অশোক দাস, শিবু দাস, নব কুমার সাহা, সুবোধ বিশ্বাস, স্বপন কুমার ঘোষ, শংকর দত্ত, প্রকাশ মৈত্র এবং অশোক আচার্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর