ডেক্স নিউজ : কুষ্টিয়া শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি মন্দির থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির। এটি শহরের প্রাণকেন্দ্র থানাপাড়ায় অবস্থিত। মন্দিরটি ১৯৫২ সালে স্থাপিত হয়। গত ০৬/০৫/২০২২ ইং তারিখে সাধারণ সভায় আহবায়ক কমিটি, কার্য নির্বাহী পরিষদ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি (২০২২-২০২৫) গঠন করে। নতুন এ কমিটির দ্বায়িত গ্রহন করেন, সভাপতি পদে বিশ্বনাথ দাস ও সাধারণ সম্পাদক পদে সঞ্জীব কুমার জোয়ারদার। সহ-সভাপতি : স্বপন কুমার ঘোষ, বিকাশ কুমার বিশ্বাস, প্রণয় চক্রবর্তী, বিকাশ কুমার ঘোষ, শংকর পাল, গণেশ সাহা, দেবেশ চন্দ্র সরকার, অসীম কুমার বিশ্বাস।
যুগ্মসাধারণ সম্পাদক: দীপঙ্কর সেনগুপ্ত, সুবীর কুমার ঘোষ।
মহিলা সম্পাদিকা: শুক্লা নন্দী।
সহ-মহিলা সম্পাদিকা: যুথি রানী দাস।
সাংগঠনিক সম্পাদক: সুদীপ্ত কর।
সহ-সাংগঠনিক সম্পাদক: অজয় বিশ্বাস।
অর্থ সম্পাদক: দীপঙ্কর দাস।
সহ-অর্থ সম্পাদক: উৎপল কুমার ঘোষ।
দপ্তর সম্পাদক: দুলাল চন্দ্র ঘোষ।
সহ-দপ্তর সম্পাদক: উৎপল কুমার বিশ্বাস। সাংস্কৃতিক সম্পাদক: রুমা সরকার।
সহ-সাংস্কৃতিক সম্পাদক: সুজন বিশ্বাস।
প্রচার সম্পাদক: সঞ্জয় দাস।
সহ-প্রচার সম্পাদক: পুলক দাস।
ভান্ডার রক্ষক: বিজন নন্দী রানা।
সহ-আন্ডার রক্ষক: নিতাই সরকার।
সমাজকল্যাণ সম্পাদক: সুদেব বিশ্বাস।
সহ-সমাজকল্যাণ সম্পাদক: অশোক বিশ্বাস।
নির্বাহী সদস্য: শ্রী রণজিৎ লাল, বিজয় মন্ডল, সুজয় অধিকারী, রাজিব মজুমদার, শংকর কুমার মহাজন,অশোক দাস, শিবু দাস, নব কুমার সাহা, সুবোধ বিশ্বাস, স্বপন কুমার ঘোষ, শংকর দত্ত, প্রকাশ মৈত্র এবং অশোক আচার্য।