সামছুল হক রুবেল ঃ কুষ্টিয়ার বটতৈল বাইপাস মোড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মটরসাইকেল আরোহী মা ও বড় ছেলের, গুরুত্বর আহত ছোট ছেলে ৷
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল ৯.৩০ টার দিকে বটতৈল বাইপাস মোড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মটরসাইকেল আরোহী মা ও বড় ছেলের, গুরুত্বর আহত ছোট ছেলে ঘটনাটি ঘটে ৷ নিহতের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় ৷ কবুরহাট এলাকার নাজমুলের স্ত্রী অন্জনা বেগম(৩৮), বড় ছেলে ইফতিয়াজ (১৯) ও ছোট ছেলে ইফাদ (৮) ৷
পরে স্থানীয়রা এসে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ঘটনা স্থলেই মারা যায় কুষ্টিয়া পলিটেকনিকের ফাইনাল ইয়ারের ছাত্র ইফতিয়াজ ও পরে হাসপাতালে মা মারা যায় ৷ একই ঘটনায় ছোট ছেলের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নতো চিকিৎসার জন্য কুষ্টিয়া ঢাকাতে প্রেরণ করা হয়েছে !!
নিহত অন্জনার ভাই কুষ্টিয়া দর্পনের নির্বাহী সম্পাদক শেখ জহিরের সাথে কথা হলে তিনি দৈনিক সুএপাতকে জানান যে, লাশ দাফন শেষ হলে রাতে আমরা মামলা করবো ৷
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলা বেপরোয়া ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।