মোঃ রবিউল ইসলাম হৃদয় :কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া এলাকার যুব সমাজের সংগঠন মানবিক সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্দোগে পবিত্র ঈদুল ফতর উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার সকাল ১০ টার সময় ছেঊড়িয়া লালন শাহ মাজার সংলগ্ন মেরুর খোলার উপরে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও এই সংগঠনের নেতৃবৃন্দরা প্রায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে পোলাও চাল,মুরগীর মাংস,চিনি,মশুরের ডাল,লবন,সাবান,তেল,স্যাম্পু,সেমাই, দুধ বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বর্ন শিল্পী সমিতির সাধারন সম্পাদক ও সমাজ সেবক আনিসুর রহমান আনিস,বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন আহবায়ক আলমাজ হাসান মামুন, মানবিক স্মাজ উন্নয়ন যুব সংঘের সদস্য আখতারুজ্জামান চন্টু, এ এইচ লিংকন,রকি,রনি, জিৎ, সহ আরও অনেকেই।