দৌলতপুর প্রতিনিধি।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও ও আমি লীগের সিনিয়র সহ-সভাপতি। ১৪ টি ইউনিয়নে তার ব্যক্তিগত অর্থায়নের নেতাকর্মীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। এ ছাড়াও তিনি সুবিধাবঞ্চিত গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন। শনিবার সকালে তাঁর নিজ বাড়িতে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন তার ছোট ভাই দৌলতপুর উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকন চৌধুরি। তার ছেলে ইমরান চৌধুরী। বিশিষ্ট সমাজসেবক মোতাছিম বিল্লাহ, আরো উপস্থিত ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামিলীগ’।
উল্লেখ্য, ঈদ বস্ত্র বিতরণে এলাকার প্রায় আট শতাধিক গরবী অসহায় ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা তুলে দেন আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ।