মোঃ রবিউল ইসলাম হৃদয়ঃ কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ সাগর আহম্মেদ (২৪) নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৬ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামী কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া মালিথা পাড়া এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন জগতী পুলিশ ক্যাম্পের আইসি এসআই মেহেদী হাসান মুন্নু,এসআই সাহেব আলী,জগতী পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই আসাদ সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানাধীন বারাদী উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।