মোঃ রবিউল ইসলাম হৃদয়:কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।রবিবার আনুমানিক রাত ১০ টার সময় এই অভিযান করা হয়।Screenrecorder-2022-04-26-02-41-25-599(0)
জানা যায়,কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের দিক নির্দেশনায় চৌকস পুলিশ অফিসার এসআই রফিকুল ইসলাম ও কনস্টেবল সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি টিম সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে
কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের স্বন্দাহ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মাদক সম্রাট শারেক মাহমুদ অমি (২৫) এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ৪ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী অমি দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য: এসআই রফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে তিনবার পুরস্কারে ভুষিত হয়েছে এবং খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে একবার পুরস্কৃত হয়েছেন। এ ছাড়াও প্রতিনিয়ত তিনি মাদক,অস্ত্র সহ বিভিন্ন ধরনের অভিযানে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন।