আমিন হাসানঃকুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ০১.০৪.২০২২ইং হইতে ২০.০৪.২০২২ইং পর্যন্ত মােবাইল ফোন ও বিকাশ এর টাকা উদ্ধার করেন
গত ০১.০৪.২০২২ ইং হইতে ২০.০৪.২০২২ ইং পর্যন্ত কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা হইতে হারিয়ে যাওয়া মােবাইল ফোন ও বিকাশ/রকেট/নগদ এর জিডি সংক্রান্তে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম
ইনভেস্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মােঃ রাজিবুল ইসলাম (প্রশাসন
ও অর্থ) এর দিক নির্দেশনায়, ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মােঃ আনিসুল ইসলাম এর নেতৃত্বে কুষ্টিয়া
জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের
বিভিন্ন স্থান, কুষ্টিয়া-০৭টি (সদর-০২, কুমারখালী-০৩, মিরপুর-০২), ঢাকা-০৪টি, ব্রাহ্মনবাড়ীয়া-০১টি,যশাের-০২টি, কিশােরগঞ্জ-০১টি, ময়মনসিংহ-০১টি, ঝিনাইদহ-০১টি, নাটোর-০১টি, খুলনা-০১টি, বগুড়া-০১টি, জয়পুরহাট-০১টি, জামালপুর-০১টি, রাজবাড়ী-০১টি সহ সর্বমােট ২৩টি বিভিন্ন ব্রান্ড এর মােবাইল ফোন
উদ্ধার করা হয়। এছাড়াও বিকাশ ব্যাংকিং মাধ্যমে মােট ৭৫,০০০/- টাকা ভােলা ও গাজীপুর জেলা হতে
উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সবাইকে সচেতন করেন এবং বলেন আপনাদের জন্য আছে বাংলাদেশ পুলিশ