কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ হাসান শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারর করা হয়েছে । বৃহস্পতিবার (২১এপ্রিল) রাত ১০ টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন খাজানগর কবুরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মসলেমপুর বাংগালপাড়া এলাকার আজাদ শেখের ছেলে । পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন জগতি পুলিশ ক্যাম্পের আইসি এসআই মেহেদী হাসান মুন্নুর নেতৃত্বে এসআই সাহেব আলী, এএসআই আসাদ ও কনস্টেবল শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খাজানগর কবুরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসানকে গ্রেফতার করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছিলো।