এস,আই সুমনঃ শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর হরিপুর অংশের কুষ্টিয়া অভিমুখে পল্লী বিদ্যুতের আওতাধীন সেতুর উপরের ২২টি বৈদ্যুতিক পিলারের লাইট কারিগরি ত্রুটির কারণে জ্বলছে না। সরেজমিনে পরিদর্শন করলে প্রায় ২৯টি বৈদ্যুতিক পিলারের লাইটের মধ্যে ৭টি জ্বলতে দেখা গেছে। যার ফলে হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর একপাশে অন্ধকার হওয়ায় জনদুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।
যার ফলে ঝুকি নিয়ে সেতু দিয়ে চলাচল করছে হরিপুরের প্রায় লক্ষাধিক বাসিন্দা। প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনায় শিকার হতে হচ্ছে হরিপুরের সকল শ্রেণী পেশার মানুষদের। উক্ত জনদুর্ভোগ নিরসন করার জন্য এলজিইডি উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করা হলো।