শিরোনামঃ
সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত রাশেদ হেলাল রাখুর পরিবারকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র- কুষ্টিয়ায় ট্রাক চাপায় কৃষকের মৃত্যু কুষ্টিয়ায় র‍্যাপিড রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল। সাতক্ষীরা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ঝিকরগাছার এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু। কুষ্টিয়ায় ব্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগমারায় সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার উদ্বোধন আগামীকাল শনিবার থানাপাড়া ঈদগাহ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন || সভাপতি আজগর আলী, সম্পাদক আয়ুব হোসেন মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

ময়লা আবর্জনা দুর্গন্ধ মশা ও যানযটে কুষ্টিয়া শহরবাসিরা

সম্পাদক ও প্রকাশকঃ আমিন হাসান
  • আপডেটের সময়। শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

আমিন হাসানঃ কুষ্টিয়ায় ময়লা আবর্জনার দুর্গন্ধ, অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা,অস্বাস্থ্যকর পরিবেশ, মশা, যত্রতত্র দোকান৷ এভাবেই চলছে কুষ্টিয়া পৌরসভা এলাকা৷
কুষ্টিয়া পৌরসভার রয়েছে আয়ের বিভিন্ন উত্‍স৷ বসতবাড়ির হোল্ডিং ট্যাঙ্, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ফি, জমি ক্রয় বিক্রয়ের পৌর কর ও পাকা স্থাপনা নির্মাণ কর ইত্যাদি৷ কিন্তু এতো কিছুর পরেরও সুখে নেই পৌরবাসী৷ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে রয়েছে ঐতিহ্যবাহী এ পৌরসভাটির অন্তরগত মানুষ৷ পৌরসভার প্রধান সড়ক এনএস রোডে যত্রতত্র ফুটপাত দখলে যানবাহনের গাদাগাদি ও যানযটে অতিষ্ঠ শহরবাসী৷ শহরের বিভন্ন স্থানে ময়লা আর্বজনার সু্তুপ হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহান পৌরবাসী৷ আরো আছে মশা৷

অপর দিকে এসব সমস্যায় শুধু পৌরবাসী নয়৷ দূর্ভোগ পোহাতে হয় এ পৌরসভায় অধিনস্ত বিশ্ববিদ্যালয় কলেজ, ডিগ্রি কলেজ, মেডিক্যাল কলেজ, বিভিন্ন মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন স্কুল, সরকারি বালক-বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রী, অসংখ্য মসজিদের মুসলি্ল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়গনষ্টি সেন্টারের রোগী ও রোগীর আত্নীয় স্বজন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস-আদালতে আসা মানুষদের৷
সব মিলিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এমনটি হচ্ছে বলে মনে করেন পৌরবাসী৷
কুষ্টিয়া পৌর বাজারের সম্মুখে ময়লা আবর্জনার দুর্গন্ধে এই পথে চলাচলকারী মানুষ গুলোকে মুখে কাপর দিয়ে ও নিস্তার পাওয়া যায় না৷ এছারা পৌর বাজারের ভিতর অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও ময়লা আবর্জনার দূর্গন্ধে দূর্ভোগ পোহাতে হয় ক্রেতাদের৷ এদিকে শুধু পৌর বাজার কেন্দ্রিক নয় এমন দৃশ্য দেখা যায় কুষ্টিয়া শহরের বিভিন্ন অঞ্চলে৷ এসব এলাকাবাসীর দাবী আগে নিয়মিত পৌরসভা থেকে ট্রাক এসে এসব ময়লা নিয়ে যেত৷ কিন্তু এখন বিভিন্ন স্থানে ডাষ্টবিন তুলে দিয়ে ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে৷ তবে এতে লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে বলে তারা জানান এলাকাবাসী৷ ময়লা আবর্জনা সংগ্রহকারীদের অনিময়িত ময়লা নিতে আসা এবং বিভিন্ন কারনে এসব ভ্রাম্যমান ভ্যানগাড়িতে অনেক পৌরবাসী আবর্জনা না দেওয়াতে এসব ময়লা আবর্জনার ঠায় হচ্ছে পাশ্ববর্তি রাস্তায় অথবা ড্রেনে৷ আর এতে করে এসব ময়লার দুর্গন্ধে এলাকার পরিবেশ ভারী হচ্ছে৷ সেই সাথে বৃষ্টিতে পয়নিস্কাশনে সমস্যা দেখা দিচ্ছে৷ তবে এসবের জন্য পৌরসভার উদাসীনতাকেই দায়ী করছে শহরবাসী৷

অন্যদিকে পৌরসভার বেখেয়ালে এনএস রোডের বেশ কিছু ব্যাসয়ীক দোকান ছেড়ে রাস্তায় পণ্য সাজিয়ে রেখেছে৷ আর এতে করে দিনে ও রাতের বিভিন্ন সময় তীব্র যানযটের সৃষ্টি হচ্ছে এ সড়কে৷ বিশেষ করে এ সড়কে অবস্থিত সরকারী বালিকা বিদ্যালয় ও মিশন স্কুল ছুটি হলে এসব এলাকায় যানযটের সৃষ্টি হয়৷ এছাড়া সপ্তাহে রবি ও বৃহস্পতীবারে রাজার হাটের দিনে যানযটের মাত্র বেড়ে যায়৷ এনএস রোডের ফুটপাত দখল করে দীর্ঘদিন এভাবে ব্যাবসা পরিচালনা করলেও পৌরসভা কোন ব্যবস্থা না নেওয়াতে এসব ব্যবসায়ীরা বেপরোয়া৷
অপর দিকে পৌরবাসীর সমস্যার মধ্যে অন্যতম আরেকটি সমস্যা মশা৷ দিন রাত ২৪ ঘন্টায় যেন মশার আক্রমন থেকে রেহাই পাচ্ছে না মানুষ৷ বাসা বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে সন্ধ্যার পর থেকে মশার তীব্রতা আরো বৃদ্ধি হয়৷ মশার উত্‍পত্তি মুলত ড্রেন স্যাতস্যাতে ময়লা আবর্জনার স্থান৷ উত্‍পত্তি স্থল পরিস্কার না করাতে দিন দিন মশার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে৷ এসব সমস্যায় শহরবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পৌর কর্তৃপক্ষের উপর৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর