জুবায়ের আহাম্মদ রনিঃ আজ শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ ইং কুষ্টিয়া ডিসি কোর্ট জামে মসজিদে মিনার স্থাপনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক সাইদুর রহমান। আজ দুপুরে ডিসিকোর্ট জামে মসজিদে জুম্মা নামাজের সময় মিনার, নতুন ওযুখানা স্থাপনের কথা বলেন। এ সময় মসজিদের ঈমাম সাহেব, মোয়াজ্জেমসহ ৭/৮শত মসুল্লিগণ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক সাইদুর রহমান বলেন এ মসজিদের কারুকাজগুলো অনেক সুন্দর হয়েছে। পিলার বাদে এত বড় মসজিদ তিনি আগে কখনও দেখেনি। মুসুল্লিদের ওযু খানা ভিড় দেখে তিনি নতুন করে মসজিদের পাশে আরেকটি ওযু খানা নির্মাণের কথা বলেন। মসজিদে মিনারসহ কারুকার্য আরও দেখতে সুন্দর হয় এমন কিছু কাজ করবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন মসজিদের উন্নয়ন কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।