কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর রাজনৈতিক কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভুট্টো সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মামুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ নজরুল ইসলাম, আশিকুজ্জামান আসিফ, মাহফুজুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহিম আতাতুর, বাগুলাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বরুন, সদকী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হেলাল মালিথা, জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাসান আলিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভার সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কয়া ইউনিয়ন এর কৃতি সন্তান রাসেল হোসেন আরজু।
বর্ধিত সভায় কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি পূর্ণাঙ্গ করা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর রাজনৈতিক হাতকে শক্তিশালী করার বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করা হয়।