শিরোনামঃ
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বিস্তর অভিযোগ সৌদি’তে সড়ক দূর্ঘটনা নি’হত সবুজের বাড়িতে : স্বজনদের আহাজারি খানসামায় মধ্যে রাতে আগুন লেগে গরু,ছাগল ও হাঁস-মুরগি পুড়ে ছাঁই দৌলতপুরে জমি কিনে প্রতারণা স্বীকার প্রতিবন্ধী পরিবার ঝিকরগাছায় ইভটিজিংয়ের আত্মহত্যার প্রতিবাদে লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। ঝিকরগাছায় বখাটেদের উত্ত্যক্ত সইতে না পেরে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। বাউফলের ছেলে সোহান;শ্বশুরের বাসায় ঘুরতে গিয়ে খুন,আটক-৪ আন্তঃজেলা গরু চোরচক্রের মূল হোতা পুড়াপাড়ার রনি কারাগারে কেশবপুরের বিভিন্ন ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের কর্মসুচি সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা চাকুরির মেয়াদ নেই;তবুও অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান

আদালতের নিষেধাক্ষা কে বৃদ্ধাআঙ্গুলী দেখায়ে চলছে দোকান নির্মান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময়। মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১১ নং চরসাদীপুর ইউনিয়নের সাদীপুর হাটের উপর কুমারখালী সহকারী জজ আদালত, কুষ্টিয়া থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না এসকেনদার আলী সহ মনসুর আলীর ওয়ারিশগণ।

সরেজমিন ও প্রত্যক্ষ সাক্ষীদের মতানুসারে জানা যায়, চরসাদীপুর হাট দীর্ঘ ৪০ বছর যাবৎ চলে আসছেন সরকারী খাস জমি হিসেবে। কিন্তু কিছু বছর আগে থেকে মৃত মুনছুর আলীর ওয়ারিশগন নিজেদের দাবি করেন। কিন্তু সরকারী তদন্ত হিসেবে জানা যায় এটা সম্পূর্ণ খাস জমি যাহার মালিক সরকার যা অবৈধ ভাবে রেকর্ড করেন মনছুর আলী।
কিন্তু এর’ই বিরুদ্ধে গত ২০১৫ সালে মনসুর আলীর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক,কুষ্টিয়া বাদী হয়ে কুমারখালী সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন যাহার মামলা নং-৬৬/২০১৫।

কুমারখালী সহকারী জজ আদালত,কুষ্টিয়া মৃত মনছুর আলীর ওয়ারিশ গণের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং কোর্ট থেকে নিষেধাজ্ঞা জারিকৃত নৌটিশ নির্মানধীন স্থানে স্থাপন করিলে তাহা তারা নষ্ট করে পূনরায় কাজ শুরু করে।
প্রত্যক্ষ স্বাক্ষী মোঃ আবুল হোসেন মুকুল সাবেক ইউপি সদস্য বলেন যে কুমারখালী থেকে লোক এসে কাজ বন্ধ করার জন্য কুমারখালী সহকারী জজ আদালত, কুষ্টিয়া থেকে আসা একটি অস্থায়ী নিষেধাজ্ঞার নৌটিশ টানিয়ে দেন কিন্তু তারা চলে যাওয়ার পরপরই তা নষ্ট করে আবার নির্মান কাজ চালু করেন। মোঃ ফয়েজউদ্দীন বিশ্বাস বলেন, আমরা এলাকার মানুষ মিলে এই হাটটি গঠন করি কিন্তু মৃত মনছুর আলী তখন অবৈধ ভাবে এটি রেকর্ড করে নেন। এবং এলাকা বাসি চাপ সৃষ্টি করলে তিনি তা হাটের নামে দিয়ে দেওয়ার স্বীকার করেন তাকে এলাকাবাসী মিলে রেজিস্ট্রি খরচ দিয়ে দেন। কিন্তু তিনি নানান কারণ দেখিয়ে আর ফিরে দেননি হাটের নামে এবং সে পরবর্তীতে মারা যান। তার মৃত্যুর দীর্ঘ দিন যাবৎ পরে এই হাটে সম্পত্তি তার ওয়ারিশগণ দাবি করছেন।

এলাকা বাসীর দাবি, যথাযথ কর্তৃপক্ষ যেন সুষ্ট তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর