শিরোনামঃ
ঝিকরগাছায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও মরনোত্তর গুনিজন সংবর্ধনা শার্শার গোগায় ১৩টি সোনার বিস্কুটসহ পাচারকারী আটক। কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। দৌলতপুরের লালনগরে অগ্নিকাণ্ড একটি পরিবার নিঃস্ব শার্শার বাগআঁচড়া ইউঃ মাঃবিঃয়ের স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। খানসামায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবশেষে এমপির পক্ষের কর্মসূচি প্রত্যাহার, চেয়ারম্যান পক্ষের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের অভিযান। শার্শা বাগআঁচড়া সাতমাইল সরঃপ্রাথঃবিঃয়ের স্কুল মিল প্রকল্পের শুভ উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত। রাজিবপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে সওয়াবের এক হাজার ইফতার সামগ্রী বিতরণ।

কুষ্টিয়ায় কাউন্সিলর কতৃক প্রধান শিক্ষকের উপর হামলা : দ্বিতীয় দিনের মতো মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময়। শনিবার, ২ এপ্রিল, ২০২২

মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়া শহরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের উপর পৌর কাউন্সিলর সোহেল রানা আশা কতৃক সন্ত্রাসী হামলায় দ্রুত গ্রেফতারের দাবীতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকাল ১১ টার সময় লাহিনী বটতলা কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়কের দুই পাশে কাউন্সিলর আশাকে গ্রেফতারপূর্বক বিচারের দাবীতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান , বিদ্যালয়ের আঙ্গিনায় ইট, বালি, খোয়া রেখে পরিবেশ নষ্ট করে আসছিলো কাউন্সিলর আশা। ক্লাস চলাকালীন সময় খোয়া ভাঙা ও রাস্তার কাজ করার কারনে শব্দ দুষন হচ্ছিলো। তারই প্রতিবাদ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউন্সিলর আশা কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হয় । বিদ্যালয় এর মধ্যে প্রবেশ করে সন্ত্রাসীদের মতো অফিস কক্ষ ভাঙচুর করে কাউন্সিলর আশা । আমরা সেদিনই রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছিলাম । প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে কাউন্সিলর আশাকে গ্রেফতার করার আশ্বাস দেওয়ায় আমরা আমাদের বিক্ষোভ ও মানববন্ধন প্রত্যাহার করি। বর্তমানে ঘটনার দুই দিন অতিবাহিত হলেও কাউন্সিলর আশাকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন । এ ছাড়াও বিদ্যালয়ের প্রাঙ্গনে রাখা ইট,বালি,খোয়া এখনো পর্যন্ত অপসারন করা হয়নি। তাই আমরা কাউন্সিলর আশাকে দ্রুত গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানিয়ে পুনরায় মানববন্ধন করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন,
কাউন্সিলর আশা জোরপূর্বক ভাবে বিদ্যালয়ের আঙিনায় ইট,খোয়া বালি রেখেছিলো। মেশিন দিয়ে ইট ভাঙার কারনে শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হচ্ছিলো। আমি বাধা দেওয়ায় আমাকে লাঞ্চিত করেছে। পরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছিলো। প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করার আশ্বাস জানালে পরে তারা মানববন্ধন প্রত্যাহার করেছিলো। আজকে আমার মানবনন্ধন করার কোন ইচ্ছে নেই। শিক্ষার্থীরা আমাকে ভালোবেসে আবারো আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি মামলা দায়ের করেছেন।পুলিশ সর্বক্ষন কঠোর ভূমিকায় রয়েছেন এবং মামলার এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য : গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের উপর পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা আশা সহ কয়েকজন হামলা চালিয়ে আহত করেন।পরে হামলাকারী কাউন্সিলর আশা সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে প্রায় ১ ঘন্টা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীরা। প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস জানালে শিক্ষার্থীরা মানববন্ধন প্রত্যাহার করে বিদ্যালয়ে ফিরে আসেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কাউন্সিলর আশা সহ কয়েকজনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর