এস,আই সুমনঃ কুষ্টিয়ায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র আহবায়ক বশিরুল আলম চাঁদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সরকারের দুর্নীতির সমালোচনা করেন।