সোমবার (২৮ মার্চ) দুপুর ১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট(CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। পুলিশ সুপার কুষ্টিয়ার সার্বিক দিক নির্দেশনায় মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নের্তৃত্বে এবং কুষ্টিয়া CCIU এর ইনচার্জ মোঃ আনিসুল ইসলাম , পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এর তত্বাবধানে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ০৯(নয়) টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন অদ্য ২৮/০৩/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নিজে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন হারিয়ে অথবা চুরি হলে জিডি কিংবা মামলা করার পরামর্শ প্রদান করেন এবং মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
হারানো মোবাইল ফোন সংক্রান্ত তথ্যঃ
১) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-২৬৩, তারিখ-০৫/০২/২০২২ খ্রিঃ মূলে Realme 7i
২) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-১৬৬৩, তারিখ-২৯/০১/২০২২ খ্রিঃ মূলে Xiomi A2
৩) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-১৬০৭, তারিখ-২৪/১০/২০২১ খ্রিঃ মূলে Realme C17
৪) কুষ্টিয়া মডেল থানার জিডি নং-৯৬৭, তারিখ-১৭/০২/২০২২ খ্রিঃ মূলে Samsung 12 Pro
৫) কুমারখালী থানার জিডি নং-১৫, তারিখ-০১/১০/২০২১ খ্রিঃ মূলে Itel A48
৬) কুমারখালী থানার জিডি নং-৮৫, তারিখ-০২/০২/২০২২ খ্রিঃ মূলে Samsung A10
৭) কুমারখালী থানার জিডি নং-২৪, তারিখ-০১/০৭/২০২১ খ্রিঃ মূলে Redmi Note 7
৮) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার জিডি নং-১০৯৭, তারিখ-২৭/১২/২০২১ খ্রিঃ মূলে Realme C20
৯) দৌলতপুর থানার জিডি নং-৮৬৭, তারিখ-১৭/১০/২০২১ খ্রিঃ মূলে Realme Narzo 30আ
এসময় আরো উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকবৃন্দ।